জাফলং কিসের জন্য বিখ্যাত জাফলং এর দর্শনীয় স্থান

জাফলং কিসের জন্য বিখ্যাত এই কথা টি অনেকের মনে হয়তো এসেছে, সিলেট শহর থেকে প্রায়  ৭ ০  কিলোমিটার দূরে ভারতের মেঘালয়া রাজ্যের পাশে অবস্থিত বিখ্যাত সেই জাফলং।

জাফলংয়ের স্বচ্ছ পানি ও পানির নিচের পাথর গুলার জন্য জাফলং বিখ্যাত, যার জন্য প্রতি বছরে হাজার হাজার পর্যটকরা সেখানে যান এবং সুন্দর্য উপভোগ করেন।

জাফলং কোথায় অবস্থিত

জাফলং কিসের জন্য বিখ্যাত

জাফলং কিসের জন্য বিখ্যাত

সিলেট বিভাগের গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্তের সাথে জাফলং অবস্থিত। বাংলাদেশে অনেক ভ্রমণের জায়গা আছে তার মধ্যে উল্লেখ যোগ্য কয়েকটার মধ্যে জাফলং একটা।

জাফলংয়ের সুন্দর্য প্রত্যেক মানুষের মন কেড়ে নেয় এক পাশে পাহাড় অন্য পাশে পাহাড় অন্য পাশে সুন্দর স্বচ্ছ পানির নিচে পাথর যা পরিষ্কার ভাবে দেখা যায়, সেখানে গেলে দেখা যায় এক পাহাড়ের সাথে অন্য পাহাড়ের সংযোক রাখতে বেবহার করা হয়েছে জুলন্ত ব্রিজ।

জাফলং এর সৌন্দর্য জাফলং ঝুলন্ত ব্রিজ

প্রকৃতির সুন্দর্য দিয়ে ভরপুর আমাদের এই দেশ আর তার মধ্যে সিলেট হচ্ছে অন্যতম এক বিভাগ যেখানে অনেক অনেক প্রাকৃতিক সুন্দর জায়গা রয়েছে।

সিলেট বিভাগের জাফলঙে যাওয়ার সাথে সাথেই দেখা যায় পাহাড়ের সুন্দর্য প্রকৃতির দৃষ্টি নন্দন কত সুন্দর আল্লাহ তায়ালা কত সুন্দর করে এই পার্থিবে সৃষ্টি করেছেন তা যেন এই পাহাড় গুলা বলে দেয়।

নিচের দিকে যাওয়ার পর জখন জাফলং জিরো পয়েন্ট এ যাওয়া যায় তখন দেখা যায় আরো সুন্দর দৃশ্য পাহাড়ের সাথে লেগে আছে জুলন্ত ব্রিজ সেখানে ছুটো বড় অনেক গাড়ি চলা চল করতেছে।

ভারত থেকে পাথরের উপর দিয়ে ভেসে আসছে স্বচ্ছ পানি যেখানে অনেক পর্যটক গুসল করতেসেন অনেকে সেখানে, ফুটবল, ভলিবল খেলে সময়টাকে উপভোগ করতেছেন, ছুটো ছুটো ছুটো বাচ্চারা সেখানে তাঁদের শিশু কালের সুন্দর সময় কাটাচ্ছে।

অন্য পাশে দেখা যায় যে মরুভূমির বিশাল একটি জায়গা সেখানে অনেক জায়গা শুধু বালি আর বালি আপনি যদি একবার সেদিকে তাহলে মনে হবেনা আপনি বাংলাদেশে আছেন আপনার মনে হবে, আরব আমিরাতের কুনু মরুভূমিতে আছেন ।

এক কথায় জাফলংয়ের সুন্দর্যের কোনো তুলনা নাই, বাংলাদেশের সুন্দর্যের অন্যতম নজির যেন সিলেট এর এই জাফলং এ।

সিলেট কিসের জন্য বিখ্যাত সিলেট জাফলং এর দৃশ্য

অনেকের মনে এই প্রশ্ন গুলা থাকে সিলেট কিসের জন্য বিখ্যাত? জাফলং কিসের জন্য বিখ্যাত? মূলত সিলেট বিখ্যাত চায়ের জন্য সিলেটে যেভাবে চা উৎপাদন হয় তা অন্য কোনো বিভাগে হয় না, সিলেট এর মাটি অনেক উর্বর যার ফল ভালো চা উৎপাদন হয়।

সিলেটে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে তারমধ্যে উল্লেক হলো জাফলং ,  সাদা পাথর, ভুলা গঞ্জ, রাতার গুল, টাঙ্গুয়ার হাওর আরো অনেক জায়গা রয়েছে।

জাফলং কিসের জন্য বিখ্যাত? জাফলং বিখ্যাত হয়েছে পাথরের জন্য, সিলেটে বিভাগের জাফলঙে গেলে দেখা যায় ভারত থেকে ভেসে আসা সুন্দর স্বচ্ছ পানির নিচে দেখা যায় ছুটো বড় ও মাঝারি সাইজের রং বেরঙের অনেক পাথর।

যা প্রকৃতির অনন্য সুন্দর্য তুলে ধরে প্রকৃতির এই মনু মুগ্ধকর দৃশ্য কর জায়গা দেখতে বছরের ৩ ৬ ৫  দিন পর্যটকদের আসা যাওয়া লেগেই থাকে, জাফলংয়ে বছরের এক টাইম সব থেকে বেশি পর্যটক থাকে, প্রত্যেক বছরের নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত।

জাফলং এর দর্শনীয় স্থান জাফলং এর সৌন্দর্য

জাফলং কিসের জন্য বিখ্যাত? জাফলং শুধু পাথর আর সুন্দর পানির জন্য যে বিখ্যাত হয়েছে এমন টা না! জাফলঙে এর মধ্যে কয়েক জায়গা রয়েছে দর্শনীয় জায়গা।

যদি আপনি জাফলং যান তাহলে এক সাথে পাহাড়, মরুভুমি ও জাফলং জুলন্ত ব্রিজ এর সুন্দর্য উপভূগ করতে পারবেন, পাহাড়, মরুভূমির মদ্দবর্তী স্থানে অবস্থিত হয়েছে জাফলং।

জাফলং এর দর্শনীয় স্থান
জাফলং কিসের জন্য বিখ্যাত
জাফলং এর বর্তমান অবস্থা
জাফলং এর পাথর
জাফলং কোন নদীর তীরে অবস্থিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *